skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeবিনোদনKatrina Motherhood Speculation: ক্যাটরিনার মা হওয়ার জল্পনা কতটা ঠিক!

Katrina Motherhood Speculation: ক্যাটরিনার মা হওয়ার জল্পনা কতটা ঠিক!

Follow Us :

মুম্বই: গতকাল বড়দিন উপলক্ষে(Cristmas Celebration) শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গেই সেলিব্রেশন করেছেন বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ(Bollywood Actress Katrina Kaif)। কিছুদিন আগেই অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিয়ের(Married to Vicky Kaushal) এক বছর পূর্ণ করেছেন তিনি। এর মধ্যেই আবার নতুন করে ক্যাটরিনার মা হওয়ার জল্পনা(Speculation to be Mom) জোরদার হয়েছে। নেপথ্যে রয়েছে একই ছবি।
ক্রিসমাস উপলক্ষে বড়দিনে পরিবারের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন বলি অভিনেত্রী। স্বামী ভিকি কৌশল ছাড়াও ক্যাটের ভাই শ্বশুর-শাশুড়ি ও বোন ইসাবেলাকে দেখা যাচ্ছে ছবিতে। বড়দিন উপলক্ষে তাদের পোশাকে লাল ও সাদা রংয়ের আধিক্য দেখা যাচ্ছে। ক্যাটরিনাকে দেখা যাচ্ছে ভিকির মায়ের পিছনে। নিজেকে কিছুটা আড়াল করার চেষ্টা করছেন তিনি। যা থেকে শুরু হয়েছে গুঞ্জন! তবে কি ক্যাট বেবি বাম্প লুকানোর চেষ্টা করছেন! বিয়ের কয়েক মাস পর থেকেই গেটের মা হওয়ার জল্পনা শুরু হয়েছে। বিয়ের এক বছর পূর্তির পর বড়দিনে সেই জল্পনা যেন আরো জোরালো হয়েছে।

আরোও পড়ুন: Christmas Celebration: টলি থেকে বলিপাড়া,তারকাদের বড়দিন
 

প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ভিকি কৌশলের ছবি ‘মনমর্জিয়া'(Manmarziyaan)। এই ছবির ট্রেলার দেখেই ভিকিকে মনে ধরেছিল ক্যাটের। ছবির প্রযোজক আনন্দ এল রাই ছবির একটি প্রোমো দেখিয়েছিলেন ক্যাটরিনাকে। যা দেখে অভিনেত্রী মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তখনই তিনি বুঝতে পেরেছিলেন ভিকির প্রতিভা তাকে অনেক জন নিয়ে যাবে। মনে মনে ঠিক করেছিলেন তাঁর সঙ্গেই সম্পর্ক তৈরি করবেন তিনি। হয়েছিল তাই। হয়েছিলও তাই…

অতীতে দুবার এমনই প্রশ্নের মুখে পড়তে হয়েছে ক্যাটকে। যদিও তা নিয়ে কখনই মুখ খোলেন না তিনি। বড়দিনেও ঘটল সেই একই কাণ্ড, ব্যতিক্রমী হল না নেটিজ়েনরা। সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করতেই আবারও উঠল প্রশ্ন। কেন ক্যাটরিনা সকলের পেছনে দাঁড়িয়ে, তবে কি তিনি বেবিবাম্প ঢাকতে চাইছেন! কেনই বা তিনি ঢিলেঢালা পোশাক পরেছেন, তবে কি তিনি সত্যিই অন্তঃসত্ত্বা, যদিও তার উত্তর এখনও পর্যন্ত মেলেনি। তবে সোশ্যাল মিডিয়ার পাতায় চর্চা তুঙ্গে।

লাভবার্ড ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল বড়দিন সেলিব্রেট করার পরেই নববর্ষ উদযাপনের(New Years Celebration) জন্য আজই অজানা দেশে পাড়ি দিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular